Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম

কর্তৃক প্রদেয় সাধারণ সেবা সমূহ নিম্নরূপঃ

 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ২৫/০৫/২০১০খ্রিঃ তারিখের নং- প্রকবৈকম০২/০০১১(৩০)/২০০৯-২৪০ সংখ্যক পরিপত্র অনুসারে)।

ক্র:নং

সেবা সমূহ

সেবা প্রদানের সাধারণ সময়সীমা

বিদেশ গমনেচ্ছু ও বিদেশ থেকে ফেরত কর্মীদের নাম      নিবন্ধন ও তথ্যাবলী সংরক্ষণ এবং সরবরাহ।

আবেদন প্রাপ্তির ১(এক) কর্মদিবসের মধ্যে সকল কার্যক্রম শেষ করে ২য় দিন নাম নিবন্ধন আইডি কার্ড হস্তান্তর।

প্রবাসী কর্মীদের তথ্য সংগ্রহে জরীপ কার্যক্রম।

প্রবাসে কর্মরত এবং প্রবাস প্রত্যাগত কর্মীদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের লক্ষ্যে জরীপ কার্যক্রম গ্রহণ। সময়সীমা কার্যক্রম ব্যাপ্তি অনুসারে।

প্রবাসী কর্মীদের  দেশে ও বিদেশে কল্যাণ এবং সুরক্ষা কাজে সহায়তা প্রদান।

প্রবাসী কর্মীদের চাহিদা অনুসারে এবং বিদ্যমান আইন অনুসারে প্রয়োজনীয় সেবা প্রদান ৩ -৭ দিনের মধ্যে ।

প্রবাসী কর্মীদের পরিবার এর সাথে সরকারের অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যোগসূত্র স্থাপন।

চাহিদা অনুসারে ব্যবস্থা গ্রহণ ০৭(সাত) দিনের মধ্যে।

 

তথ্য সেবা প্রদান ।

বিদেশ গমনেচ্ছু ও প্রত্যাগতদের প্রশিক্ষণ, বিদেশে চাকরিসহ নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য প্রদান ১(এক) দিনের মধ্যে।

অভিযোগ গ্রহণ, অনুসন্ধান/তদন্ত এবং কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

প্রাপ্ত অভিযোগ তদন্ত সাপেক্ষে ০৭(সাত) দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

বিদেশে মৃত্যুবরণকারী  অথবা দূর্ঘটনার শিকার হওয়া কর্মীদের মৃতদেহ দেশে ফেরত আনা/ সংশ্লিষ্ট দেশে দাফন/সৎকার করা সংক্রান্ত মতামত।

বিদেশে মৃত্যুবরনকারী কর্মীদের লাশ দেশে ফেরত আনা/সংশ্লিষ্ট দেশে দাফন/সৎকার করার লক্ষ্যে মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশগণ থেকে মতামত সংগ্রহ পূর্বক যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ ৩(তিন) কর্মদিবসের মধ্যে।

 বিমান বন্দরে লাশ গ্রহণ ও হস্তান্তর এবং লাশ পরিবহণ ও দাফন বাবদ ৩৫,০০০/- টাকা আর্থিক সাহায্য প্রদান।

শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর, চট্টগ্রাম আগত প্রবাসী কর্মীদের লাশ গ্রহণ ও ওয়ারিশদের নিকট হস্তান্তর করণ এবং যথাযথ নিয়ম অনুসরণ করে বৈধ কর্মী ওয়ারিশগণের নিকট ৩৫,০০০/- টাকার চেক বিতরণ তাৎক্ষণিক অথবা কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে প্রদান ।

 বিএমইটি কর্তৃক প্রদত্ত ১,০০,০০০/-, ২,০০,০০০/-,৩,০০,০০০/- টাকার আর্থিক অনুদান ও ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা প্রদান এবং চেক বিতরণ।

দাখিলকৃত কাগজপত্রাদি ও ওয়ারিশ সংক্রান্ত সরেজমিনে তদন্ত পূর্বক ৭(সাত) কর্ম দিবসের মধ্যে চেক অনুমোদনের লক্ষ্যে বিএমইটিতে প্রেরণ।

১০

 দেশে ও বিদেশে চাকরি চাহিদা, বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার।

 দেশে/বিদেশে কর্মসংস্থানের বিজ্ঞপ্তি সংগ্রহ, প্রচার ও সংরক্ষণ ।

১১

 বিদেশ থেকে প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থান/ বিনিয়োগ / ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরামর্শ ও সহায়তা প্রদান।

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ সঠিক ব্যবহারে কার্যকর পরামর্শ ও সেবা প্রদান ।

১২

বিদেশ গমনেচ্ছু নারী এবং প্রত্যাগত নারী কর্মীদের বিশেষ সহায়তা প্রদান।

নারী কর্মীদের অভিবাসন তথ্য সেবা প্রদান এবং প্রশিক্ষণ গ্রহণে সহায়তা প্রদান করা হয়।

১৩

আর্ন্তজাতিক অভিবাসন দিবস উদযাপন।

প্রতি বছর ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক অভিবাসন দিবস পালন।

১৪

নিরাপদ অভিবাসনে জনসচেতনতা বৃদ্ধি এবং এনজিওদের সম্পৃক্ত করণ।

জেলায় নিরাপদ অভিবাসনে জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ এবং এনজিওদেরকে সম্পৃক্তকরণ জোরদার করণ।

১৫

 অভিবাসন ব্যয় ও রেমিটেন্স প্রেরণে ব্যাংকিং চ্যানেলের সেবা প্রদানে সহায়তা প্রদান।

অভিবাসন ব্যয় ও ব্যাংকিং চ্যানেল এর মাধ্যমে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের কাউন্সিলিং ও উদ্বুদ্ধকরণ এবং ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে সেতু বনন্ধন তৈরী করা।

১৬

বর্হিগমন অধ্যাদেশ-১৯৮২  সংশোধত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী কল্যাণ অনুসারে আইনগত সহায়তা প্রদান।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন।

১৭

 রিক্রুটিং এজেন্সীর কর্মকান্ড ও নবায়নের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন প্রেরণ ।

বিএমইটির চাহিদা অনুসারে রিক্রুটিং এজেন্সীর কর্মকান্ড সরেজমিনে তদন্ত পূর্বক ৭(সাত) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএমইটিতে প্রেরণ।

১৮

 বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আগমন ও প্রত্যাগমন কালে সার্বিক সহায়তা প্রদান।

বিদেশ গমনকালে কার্ড রিডার ও ফিঙ্গার ইমপ্রেশান গ্রহণের মাধ্যমে বিএমইটি কর্তৃক প্রদত্ত বর্হিগমন ক্লিয়ারেন্স যাচাই পূর্বক ইমিগ্রেশান কার্যক্রমে সহায়তা প্রদান, অটোজেনারেটেড বিমানে আরোহণপত্র প্রদান, অবৈধ কর্মীদের যাত্রাবিরতি সহ বিদেশ গমনে এবং প্রত্যাগমন কালে প্রবাসীদের সার্বিক সহযোগিতা প্রদান, বিদেশে মৃত ব্যক্তির লাশ গ্রহণ ও হস্তান্তর, লাশ পরিবহন ও দাফনের চেক বিতরণ, অসুস্থ রোগীদের বিমান বন্দরে গ্রহণ এবং হাসপাতালে ভর্তি ও উর্দ্ধতন কর্মকর্তা ও রেমিটেন্স প্রেরণে সিআইপি প্রাপ্তদেরকে প্রটোকল সেবা প্রদান।

১৯

বায়োমেট্রিক ইমপ্রেশান (আঙ্গুলের ছাপ) গ্রহণ সেবা প্রদান।

রেজিষ্ট্রেশন, পাসপোর্ট ও ভিসার ফটোকপির ভিত্তিতে বিদেশ গমনেচ্ছু কর্মীদের বায়োমেট্রিক ইমপ্রেশান (আঙ্গুলের ছাপ) বিনামূল্যে গ্রহণ (১ কর্ম দিবসের মধ্যে) ।

২০

বিবিধ

সরকারী নির্দেশনা অনুসারে প্রাপ্ত বিবিধ বিষয়াদির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।